Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত

ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত প্রশিক্ষণঃ

নির্বাচন কমিশনের নির্দেশনায় যে বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয় সে সময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পাদনের জন্য-

ক) তথ্য সংগ্রহকারী

খ) সুপারভাইজার

গ) টেকনিক্যাল সার্পোট

ঘ) টিম লিডার

*) হেলপার পদে জনবল নিয়োগ করা হয়। এসব জনবল সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করে থাকেন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিয়োগকৃতদের ১ (এক) দিনের প্রশিক্ষণ দেয়া হাওয়।

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শঃ

ক) প্রশিক্ষণ ব্যবস্থাপনার প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র সহ প্রশিক্ষণ প্রয়োজন।

খ) প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষনার্থিদের সুবিধার্থে প্রশিক্ষদের সাথে সাউন্ড বক্সের মাধ্যমে উন্নত মানের মাউথ স্পিস থাকা দরকার।

গ) প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ উপযোগী ক্লাস কক্ষ বিশিষ্ট প্রতিষ্ঠান থাকা দরকার ।

ঘ) প্রশিক্ষণ উপকরণ উন্নত মানের হওয়া বাঞ্চনীয়।

পরিদর্শন সংক্রান্তঃ

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ইউনিয়ন অথবা ভোটার এলাকায় পরিদর্শন করা আপ্রয়োজন হয়।

যেমনঃ 

নতুন ভোটারঃ কোন ভোটার যোগ্য ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করলে তার আবেদন যথার্থ কিনা তথা তিনি রোহিঙ্গা ভোটার কিনা, ভারতীয় ভোটার কিনা কিংবা তিনি বাংলাদেশী নাগরিক কিনা যাচাইয়ের জন্য ইউনিয়ন, কিংবা প্রয়োজনে ভোটার এলাকা পরিদর্শন করে নিশ্চিত হয়ে তাকে ভোটার করা হয় ।

খ) স্থানান্তর ভোটারঃ একজন ভোটার যোগ্য ব্যক্তি বাংলাদেশের যেকোন  স্থানে  ভোটার হতে পারে । ভোটার হিসেবে  অন্তর্ভুক্ত করনের পর আর দ্বিতীয়বার ভোটার হওয়ার সুযোগ নেই । স্বিতীয়বার ভোটার হলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কোন ভোটার একবার কোন স্থানে ভোটার হলে তিনি যদি অন্যকোন স্থানে ভোটার টি স্থানান্তর করা প্রয়োজন মনে করেন তাহলে তিনি ১৩ নং ফরম টি ( স্থানান্তর ফরম) পূরণপূর্বক সংস্লিস্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আআবেদন করলে তার ভোটারটি স্থানান্তর হয়ে যাবে।

গ) তদন্ত সংক্রান্তঃ কোন নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করলে তিনি সত্যিকার অর্থেই ভোটারযোগ্য কিনা কিংবা ভোটার হিসেবে অন্তর্ভক্ত হওয়ার পর তার জাতীয় পরিচয়পত্রে কোন ধরনের ভুলের কারনে কোন ভোটার আবেদন করলে তা সরেজমিনে তদন্তপূর্বক দেখা হয় প্রকৃতই তার জাতীয় পরিচয়পত্রে ভুল আছে কিনা ইত্যাদি কারনে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।